এবার প্রধান বিচারপতির সরকারি বাসভবন এলাকাসহ বেশ কয়েকটি স্থানে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসানের সই করা গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।’
এগুলো হলো: প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়ক।
এর আগে ২৫ আগস্ট ডিএমপি কমিশনারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের আশপাশে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.