প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে পাঁচটি গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকার। বুধবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার মাথার চুল পরিমাণ হায়াত হোক আপনার, ইনশাআল্লাহ।’ মাহি আরও লিখেছেন, ‘আজকের এই খুশির দিনে আপনার ৭৬তম জন্মদিনে আমার স্বামী গাজীপুর নগরের গাছা এলাকায় পাঁচটি গৃহহীন পরিবারকে পাঁচটি বাড়ি বানিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে। এ জন্য তাকে নিয়ে আমার যে কী গর্ব হচ্ছে বলে বুঝানোটা মুশকিল।‘
পোস্টের শেষে মাহি লেখেন, ‘এভাবেই মানুষের মুখে হাসি ফুটানো অব্যাহত থাকুক ইনশাআল্লাহ। জয় হোক মানবতার।’ মাহির এই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়ার দেখা মিলেছে। সকলেই রাকিব সরকারের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।
মাহির স্বামী রাকিব সরকার ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার পরিবারের অন্য সদস্যরাও আওয়ামী লীগ ঘরানার। চলতি বছর ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.