প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য কুইজের প্রশ্নগুলি আশীর্বাদের চেয়ে কম নয়। কুইজ এবং ইন্টারনেটের কারণে আধুনিক শিক্ষার পদ্ধতি দ্রুত পরিবর্তন হচ্ছে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের অংশ থাকে, যেখানে বিভিন্ন ধরণের প্রশ্ন করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যেগুলি নোট করে রাখতে পারেন।
১) প্রশ্নঃ কোন মন্দিরে তেরঙ্গা উত্তোলন করা হয়?
উত্তরঃ রাঁচি রেলওয়ে স্টেশনের কিছুটা দূরে ভগবান শিবের একটি প্রাচীন মন্দির অবস্থিত, যা পাহাড়ি মন্দির নামে পরিচিত। সেই মন্দিরে তেরঙ্গা উত্তোলন করা হয়।
২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
উত্তরঃ পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
৩) প্রশ্নঃ কোন রাজ্যকে ভারতের মশলার রাজ্য বলা হয়?
উত্তরঃ কেরালা রাজ্যকে ভারতের মশলার রাজ্য বলা হয়।
৪) প্রশ্নঃ কোনার্ক সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ আসলে, কোনার্ক সূর্য মন্দির (Konark Sun Temple) ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত।
৫) প্রশ্নঃ জানেন কোন দেশে দেশলাইয়ের আবিষ্কার হয়েছিল?
উত্তরঃ ইংল্যান্ড দেশে প্রথম দেশলাই আবিষ্কার হয়েছিল।
৬) প্রশ্নঃ কোন দেশে টানা ৭৬ দিন সূর্য অস্ত যায় না?
উত্তরঃ নরওয়েতে (Norway) ৭৬ দিন সূর্য অস্ত যায় না।
৭) প্রশ্নঃ কোন নদীকে ভারতের ডায়মন্ড রিভার (Diamond River) বলা হয়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীকে ভারতের ডায়মন্ড রিভার বা হীরার নদী বলা হয়।
৮) প্রশ্নঃ ভারতের কোন শহরটি পিঙ্ক সিটি (Pink City) নামে পরিচিত?
উত্তরঃ রাজস্থানের রাজধানী জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে পরিচিত।
৯) প্রশ্নঃ রাস্তা পারাপার করার ভয় পাওয়াকে কী বলা হয়?
উত্তরঃ রাস্তা পারাপার করার ভয় পাওয়াকে অ্যাজিরোফোবিয়া (Azyrophobia) বলা হয়।
১০) প্রশ্নঃ কোন দেশের মেয়েকে বিয়ে করলে সরকারী চাকরী পাওয়া যায়?
উত্তরঃ আইসল্যান্ডই (Iceland) একমাত্র দেশ যেখানে একজন মেয়েকে বিয়ে করার পর সরকারী চাকরি পাওয়া যায়। তবে সরকারের বেশ কিছু শর্ত রয়েছে যা আপনাকে মেনে চলতে হবে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.