দীর্ঘ দিন পর রাজধানীতে র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। আজ শুক্রবার দুপুর আড়াইটায় বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত এই র্যালিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মীরা।
এদিকে শোভাযাত্রা অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা গেছে। শিশুদের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজে দেখা গেছে শোভাযাত্রা। আবার অনেক নেতাকর্মী জিয়াউর রহমানের সাজে সেজেছেন। তবে শোভাযাত্রায় সবার নজর কড়েছে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এই খাঁচা ঘিরে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের ভিড়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, খাঁচার মধ্যে এক শিশু শেখ হাসিনার সাজে সেজেছেন। তার মুখে প্রতীকী রক্ত, দানবের মতো বড় দাত। চোখে সানগ্লাস এবং মাথায় সিং। দানব শেখা হাসিনার খাঁচা অনেকে সেলফি তুলছে ‘দানব শেখ হাসিনার’ সঙ্গে। অনেকে নেতাকর্মী আবার এই দৃশ্য ভিডিও করে রাখছেন।
ওই খাঁচায় লেখা রয়েছে, ‘আমি ভারতের মোদির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’।; ‘আমি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলি’।; ‘আমি হেলকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’। ‘আমি বিশ্বের শ্রেষ্ট দুর্নীতিবাজ’। শোভাযাত্রার শুরুতে কোরআন তিলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা। এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
এ ছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাজাত কামনা করে দোয়া করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। আর শোভাযাত্রায় অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, কাকরাইল মসজিদ এলাকায় বিএনপির লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.