‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গত রোববার (১০ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে নানা সমালোচনা।
আজ সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে কর্মক্ষেত্রে যোগ দেন ফারুকী। সেখানে সামাজিকমাধ্যমে তাকে ঘিরে চলা সমালোচনাসহ নানা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই নির্মাতা।
স্ত্রী তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় ও সমালোচনা প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোনো ধরনের উসকানিমূলক কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। আপনারা আমাকে যেকোনো প্রশ্ন করলে আমি জবাব দেব। কিন্তু যে প্রশ্ন উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না।
এরপর শিল্পকলায় নাটক বন্ধ করা উগ্রবাদী অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ফারুকী বলেন, আমি বিষয়টা জানি। তবে একটা বলতে চাই এই সরকার কখনো শিল্পের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি এবং কখনো বাঁধার কারণ হয়ে দাঁড়াবে না। তবে পাশাপাশি কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যারা শিল্পের চর্চা করেন তাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন আমরা সবাই জানি জুলাইতে দেশে গণহত্যা হয়েছে এমন না যে কেবল সরকার পতন হয়েছে।
যদি জনতা বিজয়ী না হতো তাহলে আমি আজ এখানে থাকতাম না জেলে থাকতাম। এমন আমাদের অনেকের সঙ্গেই হতো। যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে সরকার তাদেরও বিচার করবে। যারা সরাসরি এটার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হবে। এখন হত্যার সঙ্গে যুক্ত অপরাধীকে বাঁচানোর জন্য ফিফথ হ্যান্ড অপরাধীরা যদি বিশৃঙ্খলা তৈরি করে তাহলে সেটা সামগ্রিকভাবে সংস্কৃতির জন্য ভালো কিছু না। আরও যোগ করেন তিনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.