সরকার পরিবর্তনের পর রাজশাহীর এক ছাত্রলীগ নেতা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। কিন্তু সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে গ্রেপ্তার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ফয়জল আহমেদ। গত ২ নভেম্বর পশ্চিমবঙ্গের মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে বিএসএফ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কয়েক দফা জেরা করে জানা গেছে, ফয়জল ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ধৃতকে জেরা করা হচ্ছে। তদন্ত চলছে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, ২ নভেম্বর দুপুরে হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের মাঝখান দিয়ে উন্মুক্ত সীমান্তপথে ওই যুবক ভারত অনুপ্রবেশ করেন।
তখন সেখানে টহলরত বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তাকে আটক করে।
সেদিন বিকেলে তাকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পরের দিন পুলিশ তাকে কোর্টে হাজির করে রিমান্ড চায়, বিচারকের নির্দেশে প্রথমে তিনদিন ও পরে বুধবার পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে।
পুলিশ জানায় ফয়জল দাবি করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে তিনি প্রায় দু’মাস সে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.