আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞানের পাশাপাশি বর্তমান ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানা উচিত। লিখিত পরীক্ষায় পাশ করার পর যখন প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য যান, তখন তারা এমনও কিছু প্রশ্নের মুখোমুখি হন যা শুনে অনেকেই ঘাবড়ে যান আবার কেউ কেউ লজ্জায় মুখ লুকান। আসলে ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমনটা করা হয়। এবার তেমন কিছু প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক…
১) প্রশ্নঃ বিন্দুসারের উত্তরসূরি কে ছিলেন?
উত্তরঃ সম্রাট অশোক।
২) প্রশ্নঃ মহারানা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল?
উত্তরঃ চেতক।
৩) প্রশ্নঃ ইসরো সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্যাঙ্গালোরে।
৪) প্রশ্নঃ ভারতের ক্ষুদ্রতম রাজ্যটির নাম কী?
উত্তরঃ গোয়া।
৫) প্রশ্নঃ কোন ব্যক্তি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন।
৬) প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কয়টি ভাষা রয়েছে?
উত্তরঃ ২২টি ভাষা।
৭) প্রশ্নঃ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে কি বলা হয়?
উত্তরঃ টুইন সিটি বা যমজ শহর।
৮) প্রশ্নঃ পাটলীপুত্র শহরটির বর্তমান নাম কী?
উত্তরঃ বিহারের রাজধানী পাটনা।
৯) প্রশ্নঃ ‘স্বাধীনতা আমার জন্মগত অধিকার’ — এই বিখ্যাত উক্তিটি কার?
উত্তরঃ বালগঙ্গাধর তিলক।
১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচাইতে বেশি?
উত্তরঃ বিহার।
১১) প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়?
উত্তরঃ তিব্বতের কৈলাস পর্বত থেকে।
১২) প্রশ্নঃ ভারতের ‘উড়ন্ত শিখ’ নামে কে পরিচিত?
উত্তরঃ মিলখা সিং (আন্তর্জাতিক ক্ষেত্রে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ। তাকে স্বাধীন ভারতের প্রথম তারকা ক্রীড়াবিদ হিসাবে আখ্যায়িত করা হয়)।
১৩) প্রশ্নঃ মাহিন্দ্রা কোম্পানির মালিক কে?
উত্তরঃ আনন্দ মাহিন্দ্রা।
১৪) প্রশ্নঃ UPSC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
১৫) প্রশ্নঃ এমন কী কাজ যা একজন কুমারী মেয়ে পারে না?
উত্তরঃ সিঁদুর লাগাতে বা মঙ্গলসূত্র পরতে — কোনোটিই পারেনা একজন কুমারী মেয়ে (বিভ্রান্ত করতে এই ধরনের প্রশ্ন করা হয়)।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.