ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার রাজ্যের একজন সরকারী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে এএফপি এখবর জানায়।
খবরে বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যের মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক আগুনের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, “দশটি শিশু দুঃখজনকভাবে মারা গেছে। সাতটি লাশ শনাক্ত করা হয়েছে। তিনটি লাশ এখনো শনাক্ত করা যায়নি।”
নিউজ আউটলেট টাইমস নাউ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত আরও ১৬ শিশুর অবস্থা গুরুতর।
এনডিটিভি জানিয়েছে, আগ্নিকান্ডের সময় মোট ৫৪টি নবজাতক শিশু নিবিড় পরিচর্যা ইউনিটে ছিল।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-জি তে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মৃত্যুকে “হৃদয় বিদারক” বলে অভিহিত করেছেন।
তিনি পোস্টে বলেছেন “এতে যারা তাদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাদেরকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দেন।”
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.