বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম নিজের সম্পর্কে কিছু সতর্কতা জানিয়েছেন। সোমবার (১৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব সতর্কবার্তা দেন তিনি।
প্রতারক, ভণ্ড ও সুবিধাবাদীদের থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়ে সারজিস পোস্টে বলেন, আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা:
আমার সঙ্গে কারো ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়৷ কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে, তবে সে বিষয়টিকে পাত্তা দেয়ার প্রয়োজন নেই।
ব্যক্তিগতভাবে সুপারিশ পছন্দ করেন না জানিয়ে সারজিস লেখেন, যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে প্রাসঙ্গিক।
সারজিস বলেন, কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি৷ অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো- এসব কাজ আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।
তিনি বলেন, কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন: সরাসরি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে৷ তখনই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।
অপরদিকে,
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সমন্বয়করা হলেন- জিল্লুর রহমান হৃদয় (২৮) ও মাসুদ রানা (২৬)।
ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।
একই সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.