এক ঘণ্টার জন্য জয়পুরহাটের প্রতীকী পুলিশ সুপার হয়েছেন কলেজ শিক্ষার্থী আমিনা ইসলাম রোজা। তাকে সাদরে গ্রহণ করে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবের কাছ থেকে ব্যতিক্রমী এক আয়োজনে এ দায়িত্ব গ্রহণ করেন রোজা। তিনি একজন শিশু গবেষক।
প্লান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ‘ইয়েস বাংলাদেশ’-এর সহযোগিতায় নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় রোজাকে এ দায়িত্ব দেয়া হয়।
দায়িত্ব নিয়েই জেলাকে নারীবান্ধব করা এবং নারীর প্রতি সহিংসতা রোধের প্রতি গুরুত্বারোপ করেন প্রতীকী এ পুলিশ সুপার।
সে সঙ্গে জেলা শহরের প্রধান সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বাণিজ্য ও সাইবার ক্রাইমসহ সব ধরনের অপরাধ দমনের সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন তিনি।
এ সময় জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘যে বিষয়গুলো প্রতীকী পুলিশ সুপার তুলে ধরেছেন, তাতে আমি বিস্মিত। নারীরা ধর্ষণ, ইভটিজিং এবং বাল্যবিবাহসহ যেসব সামাজিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, তা আমরা তার কাছ থেকে শুনেছি। এ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে।’
আন্তর্জাতিক শিশু কন্যা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এমন উদ্বুদ্ধমূলক আয়োজন করেছে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ও তাদের সহযোগী সংগঠন ইয়েস বাংলাদেশ।
আয়োজকদের মধ্যে ইয়েস বাংলাদেশের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার শান্তনা পারভীন জানান, এ ধরনের আয়োজন নারীদের মধ্যে দেশের সর্ব্বোচ্চ পদগুলোতে আসীন হওয়ার বাসনা জাগাবে এবং স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে থাকবে তারা।
উল্লেখ্য, ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ জয়পুরহাট জেলা কমিটির সদস্যরা প্রতি বছর এ ধরনের আয়োজন ছাড়াও প্রতি মাসে জেলার বিভিন্ন সমস্যা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কাছে তুলে ধরেন।
 Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					