ফোনে আড়িপাতা ,গুপ্তহত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা করা,বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি করে ছাত্র হত্যা, গুম করা, আয়না ঘরে আটক, নির্যাতন, গণহত্যা, পরিকল্পনা ও ষড়যন্ত্র, লাশ পুড়িয়ে দেয়ার মতো মানবতাবিরোধী অপরাধে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার কাজ চলছে সুপিরিয়র রেসপনসিবিলিটি এবং হত্যাকান্ডে সংশ্লিষ্টতা থাকায়।
এবার সেই বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।
সুপিরিয়র রেসপনসিবিলিটি এবং হত্যাকান্ডে সংশ্লিষ্টতা থাকায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউলআহসানের বিচার কাজ চলছে উল্লেখ করে জুলকারনাইন লিখেন, সুপিরিয়র রেসপনসিবিলিটি এবং হত্যাকান্ডে সংশ্লিষ্টতা থাকায় তার বিচার কাজ চললেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে উপার্জন বহির্ভূত আয় বা দুর্নীতির অভিযোগে কোন মামলা হয়নি।
গতকয়েক মাসে বিভিন্ন সূত্র মারফত বাংলাদেশে জিয়াউল আহসান ও তার স্ত্রীর নুসরাত জাহানের হাজার কোটি টাকা সমমূল্যের জমির দলিল যার ওজন প্রায় ২ কেজি, সংগ্রহ করা হয়েছে। আগ্রহী কোন সরকারী সংস্থা এসব যাচাই করতে চাইলে জানাতে পারেন। জিয়াউলের বিরুদ্ধ দুর্নীতির মামলা হওয়া জরুরী।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.