প্রতীক্ষার প্রহর শেষে গত ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা টু’। বক্স অফিসে ঝড় তোলার আভাস আগেই দিয়েছিলেন চলচ্চিত্র বিশ্লেষকরা। মুক্তির পর সেই আভাসই বাস্তবে রূপ নেয়। ‘পুষ্পা’ ভক্তদের বাঁধভাঙা উন্মাদনা, বক্স অফিসের আয়— দুটোই বিশেষভাবে নজর কেড়েছে।
সুকুমার নির্মিত ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে; ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড। কয়েক দিন আগে আল্লু অর্জুন গ্রেপ্তার হওয়ায় হাইপ আরো বেড়ে যায়। বক্স অফিসে সিনেমাটির দাপুটে অভিযান এখনো চলমান। ১০ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ৯১০.৮৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৯৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১০৫.৮৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৫৪ কোটি ৭৬ হাজার টাকার বেশি)।
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।
ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)।
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারাও। বাজেটে আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.