ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথাজানান তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘আমরা সারাদেশের ম্যাপ দেখে ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করেছি। সরকার যদি মনে করে, ১০টি বিভাগ করে দেবে।’
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ কমিশনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদপুর ও কুমিল্লাবাসী দীর্ঘদিন ধরেই আলাদা বিভাগের দাবি জানিয়ে আসছিলেন। আলাদা বিভাগ হলে বিভিন্ন সেবা পেতে এই অঞ্চলের মানুষদের ঢাকামুখী হতে হবে না, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা যাবে- এই বিবেচনায় আলাদা বিভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার।
তবে ভিন্ন নামে কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার কথা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের ২১ অক্টোবরে এক অনুষ্ঠানে শেখ হাসিনা জানান, ফরিদপুর বিভাগের নাম হবে পদ্মা আর কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.