ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। তার ক্যারিয়ারের ঝুলিতে জমা পড়েছে— একঝাঁক বাংলা ও হিন্দি ভাষার সুপারহিট গান। মঞ্চে উঠলেই মাতিয়ে রাখেন দর্শক। কিন্তু সেই মোনালি কনসার্ট চলাকালীন গান থামিয়ে মঞ্চ থেকে নেমে গেলেন।
হঠাৎ গান থামিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে চর্চাও চলছে অন্তর্জালে। নেটিজেনদের অনেকে মোনালির আচরণে ক্ষুব্ধ। কিন্তু কী হয়েছিল, যে কারণে কনসার্ট বন্ধ করে চলে যান এই শিল্পী?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরেকটি ভিডিওতে খানিকটা কারণ ব্যাখ্যা করেছেন মোনালি ঠাকুর। এ সংগীতশিল্পী বলেন, “এখানে পারফর্ম করতে এসে আমি আমার টিমকে নিয়ে অত্যন্ত হতাশ। একটা সময় খুব উত্তেজিত ছিলাম। পরে সেটা বুঝতে পারি। পরিকাঠামো দেখার দায়িত্ব আয়োজকদের। বারবার বলেছিলাম যে, আমার গোড়ালিতে আঘাত লাগতে পারে। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
ক্ষমা চাওয়ার পাশাপাশি পুনরায় কনসার্ট করার আশ্বাস দিয়ে মোনালি ঠাকুর বলেন, “তারপরও আমরা অনেক চেষ্টা করেছিলাম। কারণ আমি আপনাদের সকলের কাছে জবাবদিহি করতে বাধ্য। আপনারা আমার জন্য এখানে এসেছেন, তাই না? আপনাদের কাছে আমি এই কারণে উত্তর দিতেও বাধ্য। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের এই শোটি বন্ধ করতে হচ্ছে। তবে আমি আবারো ফিরে আসব। আশা করি, ভবিষ্যতে এরচেয়েও অনেক ভালো অনুষ্ঠান করতে পারব। তাই আমাদের ক্ষমা করে দিন।”
মোনালি ঠাকুর ব্যবস্থাপনার বিষয়ে অভিযোগ করলেও তা প্রত্যাখ্যান করেছেন অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ।
মোনালি-মেহুলি ঠাকুরের বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা-গায়ক শক্তি ঠাকুর। বাবার পথ অনুসরণ করে একই অঙ্গনে পা রাখেন তিনি। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন মোনালি ঠাকুর। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো— ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘গুডনাইট’ (দিল কাবাডি), ‘খুদায়া খায়ের’ (বিল্লু), ‘গোলামাল’ (গোলমাল থ্রি) প্রভৃতি। তা ছাড়া বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয়ও করেছেন মোনালি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.