কক্সবাজারের পেকুয়ায় মাওলানা ড.মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মাহফিলের মাঠ।
সকাল ৯টা থেকে দেশের খ্যাতনামা ইসলামী স্কলারগণ বয়ান করছেন। সকাল থেকে বয়ান করেছেন দেশের খ্যাতনামা ইসলামী স্কলার শায়খ মুফতি কাজী ইব্রাহীম, শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন, এবং জুমার নামাজের খুতবা দিচ্ছেন মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমার পরে দেশের খ্যাতনামা আরো দেশবরেণ্য ইসলামী স্কলারগণ বয়ান করবেন। ইতিমধ্যেই মাহফিলের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে মাওলানা মিজানুর রহমান আজহারী ঢাকা থেকে রওনা দিয়েছেন। দুপুর ১টা ৫০ মিনিটে তাকে বরণকারী হেলিকপ্টার পেকুয়ায় অবতরণ করবে। তিনি রাত ৮টার দিকে তাফসীর করবেন বলে জানা গেছে।
মাহফিলের দেশের বিভিন্নস্থান থেকে মানুষ ছুটে আসছে। আগতরা বলছেন দীর্ঘদিন পর মাওলানা মিজানুর রহমানের আসার খবরে তারা ছুটে এসেছেন। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ এখনো আসছে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক নেয়ামত উল্লাহ নিজামী বলেছেন মানুষের ঢল নেমেছে এই মাহফিলের ১০ লক্ষ মানুষের সমাগম হবে।