বলিউড অভিনেতা সালমান খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। ব্যবসাসফলের পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে তার সিনেমা। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ‘দাবাং’ তারকা। শুক্রবার (২৭ ডিসেম্বর) ঊনষাট পূর্ণ করে ষাটে পা দিতে যাচ্ছেন।
গতকাল মধ্যরাতে সালমানকে নিয়ে কেক কাটেন তার বোন অর্পিতা। নিজের বাসায় এ আয়োজন করেছিলেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের ভাই আরবাজ খান, সোহেল খান, সালমানের প্রাক্তন প্রেমিকা লুলিয়া ভান্তুরসহ অনেকে। জন্মদিনে সালমান সম্পর্কে অজানা পাঁচ তথ্য নিয়ে এ প্রতিবেদন।
ভোজনরসিক
সালমান খান একজন ভোজনরসিক মানুষ। একটি ঘটনা বর্ণনা করলে প্রিয় তারকার ভক্তরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘লন্ডন ড্রিমস’ সিনেমার শুটিংয়ের কাজে লন্ডনে যান সালমান খান। সেখানকার খাবার খেতে খেতে হাঁপিয়ে উঠেছিলেন সালমানসহ শুটিং টিমের সদস্যরা। এ অবস্থায় সবাই মিলে বিরিয়ানি খাওয়ার জন্য সালমান তার বাবুর্চিকে ভারত থেকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করেছিলেন। চাইনিজ খাবার সালমানের খুবই পছন্দের।
কুসংস্কারে সালমানের বিশ্বাস
সালমান খানের হাতের ব্রেসলেট নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আলাদা আগ্রহ রয়েছে। সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট পরার পেছনেও কারণ রয়েছে। বাস্তব জীবনের পাশাপাশি সিনেমায় অভিনয়ের সময়ও পারতপক্ষে হাত থেকে ব্রেসলেট খুলেন না তিনি। শুধু সালমানই নন, তার বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন। মূলত, এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন তারা।
নিয়মিত রক্তদান করেন সালমান
সমাজসেবামূলক নানা ধরনের কাজে অংশগ্রহণ করে থাকেন সালমান খান। তার সক্রিয় সম্পৃক্ততা প্রশংসিত হয়েছে। অনেক দিন ধরেই নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের মাধ্যমে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন। শুধু তা-ই নয়, নিয়মিত রক্তদান কর্মসূচিতেও অংশ নেন সালমান।
খালি পায়ে থাকতে পছন্দ করেন সালমান
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান হাল ফ্যাশনেও সচেতন কম নন। কিন্তু সালমান খান বাড়ি খালি পায়ে থাকতেই অধিক পছন্দ করেন।
সালমানের গাড়িপ্রীতি
সালমান খানের গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। ‘তেরে নাম’ খ্যাত এই অভিনেতা সবসময়ই ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন। বিএমডব্লিউ, মার্সিডিজ এবং ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে। তার গ্যারেজে রয়েছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি। এ তালিকায় রয়েছে— নিশান প্যাট্রোল (বুলেটপ্রুফ), টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০ (বুলেটপ্রুফ), রেঞ্জ রোভার ভোগ, অডি আরএস৭, রেঞ্জ রোভার (পুরোনো ভার্সন), মার্সিডিজ বেঞ্জ জিএল, মার্সিডিজ বেঞ্জ এএমজি জিএলই ৪৩ কাপ, বিএমডাব্লিউ এক্স৬ প্রভৃতি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.