আমেরিকা প্রবাসী মেকাপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে চলছে বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা।
এরইমধ্যে রোজার ‘প্রাক্তন প্রেমিক’ দাবি করে বিস্ফোরক অভিযোগ করেছেন ফায়েজ বেলাল নামের একজন। তিনি বলেছেন, ২০১৬ সাল থেকে রোজার সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। গত সাড়ে তিন মাস আগে এই সম্পর্ক ভেঙে গেছে। এই ব্রেকআপের কারণও ছিল তাহসান!
রোজার প্রাক্তন প্রেমিক দাবি করেছেন, তাদের ব্রেকআপের পরে রোজার নতুন সম্পর্কের খবর তাকে বিস্মিত করেছে। তিনি উল্লেখ করেন, তাদের সম্পর্কের গভীরতা ছিল এবং তাহসানের সঙ্গে রোজার সম্পর্কের সময়কাল নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে এবং সে অর্থ ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন। রোজার এই প্রাক্তন প্রেমিক প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন সাক্ষাৎকারে।
তবে রোজাকে নিয়ে যেসব অভিযোগ ইতিমধ্যে করেছেন ফায়েজ, এ নিয়ে রোজা মন্তব্য না করেলেও সরব হয়েছেন তার ছোট ভাই উৎস আহমেদ। বুধবার সকালে ফায়েজ বেলালের সাথে স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস। সেখানে নিজের বোনের উপর আনা ফায়েজের সব অভিযোগকে ‘মিথ্যাচার’ দাবি করেন তিনি।
তবে ফায়েজের সাথে যে সম্পর্ক ছিলো, এ বিষয়েও কথা বলেন উৎস। ফায়েজের ‘চিট’ করার কারণে যে রোজার সাথে সম্পর্ক টিকেনি- এ নিয়েও অকপট তিনি।
এ বিষয়ে রোজা আহমেদের ছোট ভাই ফায়েজ বেলালের সাথে একটি স্ক্রিনশটের ভিডিও পোস্ট করে লেখেন, ‘ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। এই ফায়েজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের সাথে এটাই ছিল মেইন কারণ ব্রেকআপের। এর প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না। এই ঘটনা বরিশালের সবার জানা।’
গণমাধ্যমে সাক্ষাৎকারে রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে বলে ফায়েজ যে দাবি করেছে, সেটিকে পুরোপুরি মিথ্যাচার বলে ফায়েজ বেলালের উপর পাল্টা অভিযোগ তুলেন উৎস। এ বিষয়ে উৎস লিখেন, ‘আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলাল এর সাথে যোগাযোগ করে আপুর দেয়া টাকা ফেরত চেয়েছি। তাদের বেশ অনেক আগে ব্রেকআপ এর পরে আপু যোগাযোগ রাখেননি কিন্তু ফায়েজের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি।’
উৎস বলেন, ‘স্ক্রিন রেকর্ডিং এ স্পষ্ট দেখতে পাবেন, টাকাটা ফায়েজ বেলাল অনেকদিন ধরে ধীরে ধীরে ফেরত দেন। স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাবেন সে তার ভেরিফাইড আইডিতে স্পষ্ট দেখতে পাবেন সে টাকাটা আস্তে আস্তে ফেরত দেন। যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল সেখানে তার এমন মিথ্যাচার একটা গর্হিত অপরাধ।’
কেন এমন প্রতিবাদ করলেন, এ বিষয়ে উৎস এদিন লিখেন, ‘আমার বোন আমাদের ছায়ার মত আগলে রেখেছে, আপু আমার বাবার সমান। তার ওপর এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে।’
স্ক্রিনশটে দেখা যায়, ফায়েজ বেলালকে ১০ সেপ্টেম্বর ২০২৪ সালের দুপুর ৩টা ১১ মিনিটে বার্তা পাঠিয়েছিলেন উৎস। সেখানে কথোপকথনে উৎস লিখেন, ‘ভাইয়া, রোজা আপুর কি টাকা নাকি তোমার কাছে?’ জবাবে ফায়েজ লিখেন,‘না ভাই, সব একাউন্টে দিয়ে দিছি।’ উৎস আবার লিখেন, ‘কিসের নাকি টাকা পায় বললো আমারে’, জবাবে ফায়েজ লিখেন,‘যেদিন এফবি দিয়ে লিভ নিছি ওইদিনই দিয়ে দিছি’, আবারও উৎস লিখেন, ‘তোমারে দিছিলো নাকি কিসের’, জবাবে ফায়েজ লিখে পাঠান, ‘হ্যাঁ, দুই লাখ। ওইটাও এড করে দিছি ভাই’। উৎস আবার লিখে, ‘ওহ, ব্যাংকে দিছো?’ জবাবে ফায়েজ লিখে, ‘হ্যাঁ ভাই, তোমরা কেউ তো দেশে নাই, সো ব্যাংক ছাড়া কোনো অপশন ছিলো না। এখন সব পেইড।’
বিয়ে পরবর্তী আলোচনা, সমালোচনা নিয়ে মোটেও চিন্তিত নন তাহসান। সোমবার প্রকাশিত হয় তার একটি নতুন গান। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই শিল্পী ও অভিনেতা। মঙ্গলবার স্ত্রী রোজা আহমেদকে নিয়ে তিনি হানিমুনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন, গন্তব্য মালদ্বীপ।
 Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					