২০২৫ এর শুরুতে মিলে গেলো বাবা ভাঙ্গার ২টি ভবিষ্যৎবাণী

প্রতি বছরের শুরুতেই বিশ্বখ্যাত জ্যোতিষী ‘বাবা ভাঙ্গা’র ভবিষ্যৎবাণী নিয়ে বিশ্বে প্রচুর আলোচনা শুরু হয়। বাবা ভাঙ্গা একজন নারী। ১৯১১ সালে বুলগেরিয়ায় জন্ম তার। মত্যু হয়েছে ১৯৯৬ সালের ১১ আগস্ট। জীবদ্দশায় বলে গিয়েছিলেন, কবে তার মৃত্যু হবে। ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। মৃত্যুর আগে তিনি নানা বিষয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কোন বছরে কী ঘটবে সেই বিষয়ে ৫০৭৯ সাল পর্যন্ত তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নতুন বছর এলেই বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী আমলে নেওয়া হয়। ২০২৫ সাল নিয়ে তিনি যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেগুলোর দিকে নজর দেওয়া যাক।

বাবা ভাঙ্গার ভবিষদ্বাণী ২০২৫ সালে ভাইরাস ও নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে, প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যন্ত হবে বিশ্ব।

ভাইরাস ও নতুন রোগের প্রাদুর্ভাব: বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনেকাংশে মিলে গেছে বছরের শুরুতেই। ২০২৫ সালের শুরুতেই এইচএমচপিভি ছড়াচ্ছে। যা বিশ্বব্যাপী অস্বস্তিকর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকেরা বলছেন কোভিড ১৯ এর মতোই এই ভাইরাস। এই ভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত কোনো টিক আবিষ্কার হয়নি। এদিকে ভাইরাসটির প্রকোপ বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে নজরদারিতে রেখেছে।

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে উঠবে বিশ্ব: বাবা ভাঙ্গা আরও বলেছিলেন যে, ২০২৫ সালে পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে। আর বছরের শুরুতেই তিব্বতে ভয়ংকর ভূমিকম্প হয়েছে। লস অ্যাঞ্জেলসের দাবানল ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপন বিভাগের তথ্য, লস অ্যাঞ্জেলস কাউন্টির প্যালিসেডসের ১৭ হাজার ২৩৪ একর জমি পুড়ে গেছে, ইটনে এলাকায় ১০ হাজার ৬০০ একর, হার্স্টে ৮৫৫ একর জমি লিডিয়ায় ৩৪৮ একর এবং সানসেটে ৪৩ একর জমি পুড়ে গেছে। এদিকে সৌদি আরবের বন্যা দেখা দিয়েছে। ইতিহাসে নজীরবিহীন বন্যায় কবলিত হয়েছে সৌদি আরবের মক্কা ও মদীনা।

২০২৫ সাল আরও যে দুইটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে: ইউরোপে একটি ভয়ংকর যুদ্ধ হবে, ইউক্রেন রাশিয়া যুদ্ধে পুতিনের গৌরব অক্ষুণ্ন থাকবে।

বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী হচ্ছে, ২০২৫ সালে ইউরোপে একটি ভয়ংকর যুদ্ধ হবে। এতে অনেক মানুষ মারা যাবে। বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হবে। তিনি আরও বলেছেন, পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধের আগুন জ্বলতে থাকবে।

ইউক্রেন রাশিয়া যুদ্ধে পুতিনের জয়: বাবা ভাঙ্গা বলে গেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভ্লাদিমির পুতিনের গৌরব অক্ষুণ্ণ থাকবে।

বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর মধ্যে আরও রয়েছে, ২০২৫ সালে প্রযুক্তির অগ্রগতিতে নতুন যুগের সূচনা হবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর হিমবাহ আর মেরুবরফ গলে যাবে। সমুদ্রের উচ্চতা বাড়বে, পৃথিবীর অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে। অনেক মানুষ বাড়িঘর হারাবে। এবার দেখা যাক এই আলোচিত জ্যোতিষীর কোন কোন কথা সত্য হয়।

২০২৪ সাল সম্পর্কে তার করা ভবিষ্যৎবাণীর মধ্যে ছিল— ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু হতে পারে পৃথিবী জুড়ে, সাইবার হামলা বাড়বে, ২০২৪ সালের মধ্যে ক্যান্সার নিরাময়ের উপায় খুঁজে পাবেন বিজ্ঞানীরা।

উল্লেখ্য, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে ইন্দিরা গান্ধীর হত্যাকান্ড, বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়ার মতো ঘটনা ছিলো। এবং সেগুলো ফলেও গিয়েছিল। তবে তিনি ভবিষদ্বাণী করলেই যে তা ফলে যাবে এমন কোনো কথা নেই। বাবা ভাঙ্গার ভবিষদ্বাণীর মধ্যে যেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে সেগুলো হলো ২০১০ এবং ২০১৬ সালের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট হবেন ‘শেষ মার্কিন প্রেসিডেন্ট’।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস, উইকিপিডিয়া এবং জি বাংলা