ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এই ব্যক্তির পরিচয় পাওয়া যায়।
জানা গেছে, মৃত ব্যক্তির নাম আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
তিনি বলেন, ‘সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তাঁর নাম আবু সালেহ (৪৫)। বাড়ি ঢাকা কেরানীগঞ্জে।’
এর আগে, বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ফাঁস নেয়া অবস্থায় অজ্ঞাতপরিচয়ে একটি লাশের সন্ধান পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় লাশটি ঝুলছিল। তবে বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন পথচারী এবং উপস্থিত জনতা। শহীদ মিনার এলাকার একজন রিকশাচালক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ভোরে লাশটি দেখতে পাই। তবে অবস্থা দেখে মনে হচ্ছে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। এটাকে আত্মহত্যা বলে মনে হয় না।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাশের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মরদেহটি নিচে নামিয়ে আনেন।