ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে জায়েদ খানকে ব্যস্ত দেখা গেলেও তা এখন কেবলই অতীত।
গত কয়েক বছরে কখনো গান গেয়ে, কখনো বক্তব্য দিয়ে, সর্বশেষ ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন জায়েদ খান। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আলোচনা থেকে দূরে নেই এই নায়ক। ফের ডিগবাজি দিয়ে আলোচনার জন্ম দিলেন তিনি।
বুধবার (২২ জানুয়ারি) জায়েদ খান তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, বরফের ওপরে দাঁড়িয়ে জায়েদ খান। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এক পর্যায়ে ডিগবাজি দেন জায়েদ খান। তার দেখাদেখি ডিগবাজি দিতে দেখা যায় এই দুই অভিনেত্রীকেও।
ভিডিওটির ক্যাপশনে জায়েদ খান লেখেন— “নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনই ডিগবাজি দিয়ে ফেললেন।”
দুই নায়িকাকে নিয়ে জায়েদ খানের ডিগবাজি দারুণ উপভোগ করছেন নেটিজেনরাও। রাশেদ রানা নামে একজন লেখেন, “ জায়েদ খান সারা বাংলাদেশের মানুষের মাঝে ডিগবাজিকে জনপ্রিয় করছেন। এটা একটা ব্র্যান্ড ডিগবাজি। হেটার্স না থাকলে সে পুর্ণাঙ্গ মানুষ হতে পারে না।” সর্দার মামুন লেখেন, “আপনি পারেনও ভাই, মেয়েদেরও কাজে লাগিয়ে দিলেন!” ফাহিম ফয়সাল লেখেন, “দুই নাইকার ডিগবাজি সিরাম হইছে। হাসতে হাসতে শেষ। মনে হচ্ছে ১ বছরের কোনো বাচ্চা ডিগবাজি দিচ্ছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
একটি অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের একঝাঁক তারকা। তারই ফাঁকে নায়িকাদের সঙ্গে আনন্দে মেতে উঠেন জায়েদ খান।
এর আগেও একাধিক অনুষ্ঠানে ডিগবাজি দিতে দেখা গেছে জায়েদ খানকে। গত বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি। তারপরও থেমে নেই তার ‘সিগনেচার স্টাইলের’ ডিগবাজি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.