যানজট নিয়ন্ত্রণে রাজধানীতে শনিবার (২৫ জানুয়ারি) থেকে যানবাহন চলাচলে মানতে হবে নতুন নির্দেশনা। এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউসহ বিভিন্ন স্থানে ডিএমপি ট্রাফিক বিভাগের যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে। এর সুফল এরইমধ্যে জনসাধারণ পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট হ্রাসে শনিবার (২৫ জানুয়ারি) থেকে কিছু এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি।
এরমধ্যে জাহাঙ্গীর গেট থেকে আসা মোহাম্মদপুর-ধানমন্ডি-খেজুর বাগান-মানিক মিয়া এভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণিতে ডানে মোড় নিতে পারবে না। এ সব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটের আগের ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.