গেল ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা।তাঁরপর থেকেই কার্যত ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।
শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন দেশের বাহিরে।গেল কয়দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছিল অন্তবর্তী সরকার।
এবার সায়মা ওয়াজেদ পুতুলের ২৭ আগস্ট এর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিশিষ্ট বিদেশি সাংবাদিক জুলকার নাইন সায়ের।পোস্টে জুলাকার নাইন ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন,
নাচটা ঠিক পছন্দ হইলো না।আপনারা যারা মাইনষ্যের পরিবারের ছবিটবি লইয়্যা টানেন, সেসব করবেন একটু সাবধানে। Consequence বইল্যা একটা ব্যাপার কিন্তু আছে, বেশি কুল হইতে গিয়া নিজের পিছে নিজেই আংগুলি কইরেন না।
পোস্টটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ,৩ লাখ ৮২ হাজারবার দেখার সাথে সাথে ৭৩৪ বার শেয়ার হয়েছে।
ভিডিও: https://www.facebook.com/watch/?mibextid=rS40aB7S9Ucbxw6v&v=1336413084181308
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.