অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের তথ্য প্রকাশের পর থেকেই ওই পদে কে আসছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামও আলোচনায় উঠে আসে। সম্প্রতি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে, শফিকুল আলম বা নতুন কাউকে তথ্য উপদেষ্টার পদে আনার সম্ভাবনা কম। তাই, মাহফুজ আলমই অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে রাইজিংবিডিকে বলেছেন, “নতুন রাজনৈতিক দল গঠন করতে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল শিগগির আত্মপ্রকাশ করবে। নাহিদ ইসলাম নতুন দলটির আহ্বায়ক হবেন।”
মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে রাইজিংবিডিকে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম। আজ কিংবা আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে।
মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১০ নভেম্বর মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.