রমজানে সেহরির সময় অনেকেই খাবার খাওয়ার পর মোবাইল স্ক্রল করতে থাকেন। ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারা যেন অভ্যাস হয়ে গেছে। কিন্তু জানেন কি, এই অভ্যাস আপনার ঘুমের বড় শত্রু হতে পারে? যদি সেহরির পর মোবাইল ব্যবহার করতেই হয়, তাহলে এই গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করুন, যা আপনার চোখ ও ঘুমের জন্য উপকারী হবে!
১. নাইট মোড (Night Mode) চালু করুন
সেহরির সময় মোবাইল স্ক্রল করলে চোখের ওপর চাপ পড়ে। এজন্য ফোনের “Night Mode” বা “Blue Light Filter” অন করে রাখুন। এটি চোখের ওপর কম চাপ সৃষ্টি করে এবং ঘুমের ব্যাঘাত কমায়।
২. ডার্ক মোড (Dark Mode) ব্যবহার করুন
অন্ধকারে মোবাইল স্ক্রল করলে চোখের ওপর সরাসরি আলো পড়ে, যা ক্ষতিকর হতে পারে। তাই “Dark Mode” চালু করলে স্ক্রিনের আলো কমবে এবং চোখের আরাম বাড়বে।
৩. স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দিন
অনেকেই সেহরির সময় অন্ধকার ঘরে মোবাইল ব্যবহার করেন, কিন্তু স্ক্রিনের ব্রাইটনেস বেশি থাকলে চোখ দ্রুত ক্লান্ত হয়ে যায়। তাই “Auto Brightness” বন্ধ করে নিজের সুবিধামতো সেট করুন।
৪. ব্লু লাইট ফিল্টার (Blue Light Filter) ব্যবহার করুন
স্মার্টফোনের স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো (Blue Light) ঘুমের হরমোন মেলাটোনিনকে বাধাগ্রস্ত করে, যা ঘুম আসতে দেরি করে। তাই মোবাইলে “Blue Light Filter” অপশন চালু করে রাখুন।
৫. নোটিফিকেশন সাইলেন্ট করুন
সেহরির পর ঘুমানোর সময় মোবাইলের নোটিফিকেশন যদি বারবার বেজে ওঠে, তাহলে ঘুমের ব্যাঘাত ঘটে। তাই “Do Not Disturb (DND)” মোড অন করে রাখুন। এতে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ থাকবে।
৬. সোশ্যাল মিডিয়া টাইমার সেট করুন
সেহরির পর ঘুমানোর ইচ্ছা থাকলেও, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে অনেক সময় পার হয়ে যায়। তাই “Screen Time” বা “App Timer” সেট করুন, যাতে নির্দিষ্ট সময় পর সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায়।
শেষ কথা
সেহরির পর একটু বিশ্রাম নেওয়া দরকার, যাতে সারাদিন রোজা রাখার শক্তি পান। তাই মোবাইলের কিছু সেটিংস পরিবর্তন করে চোখ ও ঘুমের যত্ন নিন। এতে আপনার শরীর ও মস্তিষ্ক থাকবে সতেজ, আর রোজাও কাটবে আরামদায়কভাবে!
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.