ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। মূলত, শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিন ধরে চলছে। যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন— অপু-বুবলী দুজনেই তার অতীত। দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই।
রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় শবনম বুবলী তার ভেরিফায়েড ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর পুত্র শেহজাদ পেন্সিল দিয়ে খাতায় বাবা-মায়ের নাম লিখছে। ক্যাপশনে বুবলী লেখেন, “বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।” ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।
এদিকে, ইফতারের পর অপু বিশ্বাস তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে এই নায়িকা লেখেন, “এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।” অপু বিশ্বাসের এই বক্তব্য তার ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন। অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলছেন।
নেটিজেনদের ভাষ্য— “অপু বিশ্বাস তার পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ নিয়ে গোটা দেশ ভীষণভাবে ক্ষতবিক্ষত। আর এই পরিস্থিতিতে বুবলী তার পুত্রের ভিডিও পোস্ট করেছেন। এটিকে অপু বিশ্বাস ‘আদিখ্যেতা’ বলেছেন।”
কেউ কেউ অপুর পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন— “আরেক সতিন এতকিছুর মধ্যেও সতিনের দিকে হিংসার নজর রাখছে।” এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চলছে জোর চর্চা। তবে এ নিয়ে স্পষ্ট করে কোনো বক্তব্য দেননি অপু কিংবা বুবলী।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.