রমজানে যা দিয়ে সেহরি ও ইফতার করবেন কারাগারের বন্দিরা

বছর ঘুরে আবারও এলো পবিত্র সিয়াম সাধনার মাস। এই মাসে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ ইফতার ও সেহরির ব্যবস্থা করা হয়েছে। আজ ১৬ই রমজান, কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বন্দিরা এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে সেহরি ও ইফতার করবেন।

ঢাকা বিভাগের কারাগারগুলোতে বিশেষ ব্যবস্থা

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) ঢাকা বিভাগের ১৭টি কারাগারে বন্দিরা সেহরিতে পাবেন গরম খাবার। এই বিভাগে অন্তর্ভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে—

    • ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)
    • কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার
    • মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ
    • ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী
    • মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার

সেহরি ও ইফতারে যা থাকছে

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, যারা রোজা রাখতে ইচ্ছুক তাদের জন্য কারাগারগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সেহরিতে : বন্দিরা পাবেন গরম খাবার, যা বিশেষভাবে তাদের জন্য রান্না করা হবে।
ইফতারে : থাকছে ডিম, ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত।

তিনি আরও বলেন, কারাগারে কোনো বাসি খাবার সংরক্ষণের সুযোগ নেই। বন্দিদের সঠিক সময়ে ইফতার ও সেহরি পৌঁছে দেওয়া কারা কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব।

রমজানের এই পবিত্র মাসে কারাগারে থাকা বন্দিরাও যেন ধর্মীয় বিধান মেনে রোজা পালন করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কারা কর্তৃপক্ষ।

📌 আজ ২৭ই রমজান, নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বন্দিরা সেহরি ও ইফতার করবেন এই ব্যবস্থাপনার মাধ্যমে। আল্লাহ সবাইকে রমজানের বরকত দান করুন।