তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় তাদেরকে পুলিশ বাধা দিয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।
একপর্যায়ে শিক্ষকদের ওপর পুলিশ জলকামান ও লাঠিপেটা করেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের দাবি জানিয়ে আসছিলেন। তবে এ নিয়ে আশ্বাস না পাওয়ায় আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন তারা।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করেন, একসঙ্গে এতজনকে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই। কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে বলা হলেও তারা রাজি হননি।
পরে বাধা উপেক্ষা করে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে। তাতেও ফেরানো যায়নি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.