বসন্ত চলে গেলেও টলিউডে এখনও প্রেমের মৌসুম লেগে আছে। শুধু প্রেমই নয়, পরিণতি পেতে চলেছে ভালবাসা। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। এই সুখবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবি ভাগ করে মধুমিতা লেখেন, ‘এ বছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দু’জনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি।’
অভিনেত্রী আরও লেখেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু কোনওভাবে যোগাযোগ থাকেনি সেসময়। এরপর কয়েকমাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।’
বিয়ের খুঁটিনাটি নিয়ে মধুমিতা বলেন, ‘ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দু’জনেরই প্রিয়, তাই এখন ঘুরতে চাই আরও বেশি, যাবতীয় কাজও সেরে নিচ্ছি। কারণ এরপর বিয়ের প্রস্তুতি শুরু হবে।’
প্রসঙ্গত, দেবমাল্যর সঙ্গে প্রেম কোনওদিন লুকিয়ে রাখেননি মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দু’জনের কাটানো সুন্দর মুহূর্ত। একাধিক সাক্ষাৎকারেও কথা বলেছেন প্রেমিককে নিয়ে। তখনই জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে।
এর আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। অভিনেতা সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদের পর নতুন করে অভিনেত্রীর জীবনে বইছে প্রেমের হাওয়া।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.