পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার পাঁচ দিনের ছুটির সঙ্গে আরও একদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
বুধবার (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৩ এপ্রিল যদি ছুটি ঘোষণা করা হয়, তাহলে সাপ্তাহিক ছুটি মিলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন সরকারি চাকরিজীবীরা ছুটি কাটাতে পারবেন।
এ ছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ২৭ মার্চ (বৃহস্পতিবার) কর্মদিবসে ঐচ্ছিক ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা ২৬ মার্চ থেকে ১১ দিনের টানা ছুটি কাটাতে পারবেন।
ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝখানে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। দুই দিন নিলে তা টানা ছুটি হয়ে যাবে।
তবে দুই ছুটির মাঝে ঐচ্ছিক ছুটি নিলে শুধু ওই দিনই ছুটি হিসেবে ধরা হয়। এ ধরনের ছুটি সাধারণত এক বছরে সর্বোচ্চ তিন দিন নিতে পারেন একজন চাকরিজীবী।