ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা। অনেকদিনের গুঞ্জন শোনা গেছে এই দুই তারকা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের দুজনের কথা শুনলেই বোঝা যায়।
তানিয়া-আরশের বন্ধুত্বের সম্পর্ক ছাড়া যে আর কিছু ছিল না, তা বোঝানোর চেষ্টা করেছেন দুজনই। এবার আরশ খান জানালেন, তানিয়া তার খুব ভালো বন্ধুও ছিলেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন আরশ খান। সেখানে ওঠে তানিয়ার সঙ্গে তার বন্ধুত্বের প্রসঙ্গ।
তানিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে অভিনেতা বলেন, আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না।
আরশ বলেন, আমি আসলে সস্তা কথা বলতে কম পছন্দ করি। এ জন্য ধরেন এমন কোনো কথা বলিই না, যে কথাগুলো অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন বা বলার জন্য বলে দিলাম। মানে, আপনাকে যদি ভালো লাগে, কখনোই বলব না আপনাকে আমার ভালো লেগেছে।
আরশ আরও বলেন, আমি ধরনের মুখোশধারী মানুষ না। এই ধরনের টপিক নিয়ে কথা না বলাই ভালো।
আরশের এসব কথা ভাইরাল হতেই রীতিমতো আলোচনা-সমালোচনার মুখে অভিনেতা। নেটিজেনদের অধিকাংশই তানিয়াকে নিয়ে আরশের এমন উত্তর ভালোভাবে নেননি। সঙ্গে তার কথা বলার ভঙ্গি ধরে কটাক্ষ করেছেন অনেকেই।
তবে তাদের অনুরাগীরা এমনও দাবি করেন,তানিয়া বৃষ্টি হয়তো আরশকে এমনই কষ্ট দিয়েছেন, যে কারণে এ ধরণের উত্তর দিতে বাধ্য হয়েছেন অভিনেতা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.