সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এমনি তথ্য শেয়ার করেছে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল দীপ্ত টিভি।
শনিবার (২৯ মার্চ) সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক এমন ঘোষণা দিয়েছে কিনা জানা যায়নি।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা কম। তবে সৌদিতে চাঁদ দেখার প্রত্যক্ষ সাক্ষ্য পাওয়া গেছে বলে দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে।
এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।