ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও নিয়মিত বিভিন্ন পদ রান্না করে থাকেন। বিশেষ করে ঈদের সময়ে। ঈদুল ফিতরেও তার ব্যত্যয় ঘটেনি। এ নিয়ে কথা বলতে গিয়ে শাশুড়ির হাতের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হলেন এই অভিনেত্রী।
নানা পদের রান্না পরিবারের কাছ থেকে শিখেছেন বুবলী। এক সাক্ষাৎকারে এই চিত্রনায়িকা বলেন, “আমার আম্মু ভীষণ ভালো রান্না করেন, এটা ছোটবেলা থেকেই দেখে আসছি। আমার বড় দুই বোনও তাই। একইরকম দেখেছি, শাকিবের মাকে, মানে আমার শাশুড়ি মাকে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার স্বাদ বলে বোঝানো যাবে না।”
শাশুড়ির হাতের রান্নার স্বাদ ব্যাখ্যা করে শবনম বুবলী বলেন, “এত ভালো রান্না করেন মা, আছে না কিছু হাতে জাদু থাকে, উনার হাতের রান্নাও ঠিক তেমন। সেটা তেহারি-বিরিয়ানি হোক কিংবা ফুল কপি-টমেটো দিয়ে মাছ রান্না। শাশুড়ি মায়ের হাতের রান্না মনে হয় মধু। উনি ভীষণ ভালো রান্না করেন।”
ব্যক্তিগত জীবনে ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। এ সংসারে তাদের শেহজাদ খান বীর নামে একটি পুত্রসন্তানও রয়েছে। এ জুটির বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা, তা সঠিক জানা যায়নি। তবে এর আগে শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন— অপু-বুবলী দুজনেই তার অতীত। দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই।
ঈদুল ফিতরে বেশ কটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে উপচে পড়ছেন দর্শক। বাংলা সিনেমার পরিবর্তনের কথা বলছেন তারা। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত অন্যতম আলোচিত সিনেমা ‘জংলি’। দেশের বেশ কটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। দর্শকরা সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করছেন।