মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শেষ হয়েছে গত ৩১ মার্চ। এখন আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা। এই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আরব আমিরাতভিত্তিক সংস্থা ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’।
সংস্থাটি বলেছে, আগামী ২৭ মে সন্ধ্যায় দেখা যেতে পারে হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ। আর ২৮ মে হতে পারে জিলহজ মাসের প্রথমদিন। সে হিসেবে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে মধ্যপ্রাচ্যে। এমনটা হলে আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে জিলহজের চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে চাঁদটি দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।
যদি জ্যোতির্বিদ্যা সোসাইটির এ তথ্য সঠিক হয়, তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
তবে, যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।
যেহেতু, বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সে হিসেবে এখানকার মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।
ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম (আ.)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন। বিশ্বের সব সাধারণ মুসল্লি পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির ঈদ পালন করে থাকেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.