বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, রেলওয়ের হাসপাতালগুলোতে রেলকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও চিকিৎসাসেবা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন থাকা চিকিৎসকদের এখানে পদায়ন করা হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক চুক্তি করা হচ্ছে।
শুক্রবার রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. এম জিয়াউদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, রেলের বিরাট হাসপাতাল রয়েছে। এখানে রোগী আছে ৫-৭ জন, আর ডাক্তারও আছে ৪-৫ জনের মতো। অথচ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর এত ভিড়, ফ্লোরেও জায়গা পায় না। এজন্য রেলওয়ে হাসপাতালগুলোকে জেনারেল হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রেলওয়ের লোক ছাড়াও সাধারণ রোগীরা এখানে চিকিৎসা নিতে পারবে। এসব হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার থাকবে, সরকারি হাসপাতালে যেসব ওষুধ দেওয়া হয়, তা দেওয়া হবে, খাবারও দেওয়া হবে। এসব সুবিধা থাকলে, ডাক্তার থাকলে এবং ভালো চিকিৎসা পেলে রোগী আসবে। রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা এখন যে সুবিধা পাচ্ছে, সে সুবিধা অব্যাহত থাকবে।
উপদেষ্টা বলেন, চট্টগ্রাম নগরী ধ্বংস করেছে চট্টগ্রামের নগর পিতারা। এ নগরীতে খালের উপর বাড়ি করা হয়েছে, মার্কেট করা হয়েছে। আবার যারা করেছে তারা (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) নিজেরা সেগুলো ভেঙেছে। আমরা এ ধারার পরিবর্তন করছি, এ পরিবর্তন অব্যাহত যেন থাকে। ভবিষ্যতে সেই বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান তিনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.