টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তিনি। গত বছরেই সিনেমায় অভিষেক হয়েছে এ অভিনেত্রীর। বিনোদনের সব মাধ্যমেই রেখেছেন প্রতিভার সাক্ষর। দর্শকদের ভালোবাসায় সিক্ত এ অভিনেত্রীর জন্মদিন ছিল শনিবার।
১৯৯১ সালের ১৮ এপ্রিল চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন মেহজাবীন। তবে তার বেড়ে ওঠা দুবাইতে। তবে দেশে ফিরে পড়াশোনা করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে। সুন্দরী অন্বেষণের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেড় দশক আগে শোবিজে পা রাখেন। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’।
এ নাটকে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ। এরপর শুধুই তার সাফল্যের গল্পগাঁথা। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করার পর। আর হাল আমলে ব্যস্ত রয়েছেন সিনেমা নিয়ে।
এবারের জন্মদিন অভিনেত্রীর কাছে একটু বিশেষ। কারণ, চলতি বছরের ফেব্রুয়ারিতেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহজাবীন। বিয়ের পর প্রথম জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন তিনি। স্বামীর সঙ্গে প্রথমবার জন্মদিন পালনটা একটু বিশেষ বলেই মনে করছেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। তো এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে ঠিক তেমনি আমার বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করব। আর আগামী এক সপ্তাহের মধ্যে নতুন একটি বড় কাজের ঘোষণা দেব। এ কাজটি আমার ক্যারিয়ারের সঙ্গে সম্পৃক্ত অনেক বড় একটি কাজ এবং আমার জন্য খুব আনন্দের, দায়িত্বশীল একটি কাজ। যেহেতু এখনো চুক্তি হয়নি, তাই আপাতত এই ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। সময় হলেই সবাইকে জানান দেব।’
বর্তমানে এ অভিনেত্রীর ব্যস্ততা সিনেমা নিয়ে। এরইমধ্যে দুটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। এটি এখনও মুক্তি পায়নি। এদিকে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।