পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয় বোঝাতে চেয়েছে, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়-সেগুলো আমরা এড়িয়ে যাব। আমরা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। তবে আমরা এটাই মনে করি, পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স (পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না)।”
মঙ্গলবার (১৩ মে) মিরপুর ১৪ নম্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে ‘আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
বাহারুল আলম বলেন, “আমার কাছে বড়জোর শটগান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার। বিশেষ জায়গাগুলোয় যেখানে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে বা বিদ্রোহী থাকেন যেখানে-সেসব জায়গায় আমাদের ব্যবস্থাপনাটা ভিন্ন থাকে। কিন্তু সাধারণত আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা চেষ্টা করি যেন কোনো মারণাস্ত্র না থাকে, প্রাণঘাতী অস্ত্র না থাকে। আর এটাই সারা বিশ্বে গ্রহণযোগ্য।”
অনুষ্ঠানে বিসিবির সভাপতি ফারুক আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল ও রানার্সআপ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্রিকেট দলের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।