অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি। তারপর বিয়ে করেন।
সাইফ-অমৃতা দম্পতির পুত্র ইব্রাহিম আলী খান। এ অভিনেতা জানালেন, কারিনা কাপুরের সঙ্গে দাম্পত্য জীবনে সুখী তার বাবা সাইফ। জিকিউ-কে দেওয়া সাক্ষাৎকার এমন মন্তব্য করেন ইব্রাহিম আলী খান।
আপনি যখন ছোট তখন আপনার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। আপনার ওপরে এর প্রভাব কতটা পড়েছিল? এ প্রশ্নের জবাবে ইব্রাহিম আলী খান বলেন, “তখন আমার বয়স চার কিংবা পাঁচ বছর। সুতরাং আমি তেমন কিছু মনে করতে পারি না। সম্ভবত, এটি সারার ক্ষেত্রে অন্যরকম। কারণ সে বড় ছিল।”
বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন ইব্রাহিম। তার মতে, “আমার বাবা-মা খুব ভালো কাজ করেছেন। ভাঙা সংসার থেকে যে ব্যথা আসে তা আমি অনুভব করিনি। বাবা-মা পরস্পরের প্রতি মেজাজ হারিয়েছেন, এমন দৃশ্যও দেখিনি।”
সাইফ আলী খান কারিনার সঙ্গে সুখী বলে মন্তব্য করেছেন ইব্রাহিম। এ বিষয়ে তিনি বলেন, “বাবা এখন বেবোর (কারিনা কাপুর খান) সঙ্গে অনেক সুখী। আমার চমৎকার ও দুষ্টু দুটো ভাই আছে। আমার মা সেরা মা। সে আমার খুব যত্ন নেয়। আমি তার সঙ্গে থাকি।”
১৯৯১ সালে নিজের থেকে বয়সে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ। এরপর তাদের ঘরে আসে দুই সন্তান— সারা ও ইব্রাহিম আলী খান। কিন্তু ২০০৪ সালে এই তারকা দম্পতির ডিভোর্স হয়। ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। ‘রা.ওয়ান’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে সাইফের দুই ছেলে— তৈমুর ও জাহাঙ্গীর আলী খান।
‘রকি আউর রানি কী প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ইব্রাহিম আলী খান। গত ৭ মার্চ ‘নাদানিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে পা রাখেন। যদিও প্রশংসার পরিবর্তে কটুক্তি কুড়িয়েছেন এই তারকা পুত্র। করণ জোহরের ‘শারজামিন’ সিনেমায় দেখা যাবে ইব্রাহিমকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.