নীল ছবির জনপ্রিয় অভিনেত্রী কাইলি পেজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৮ বছর। লস অ্যাঞ্জেলেসে তার বাসভবন থেকে কাইলি পেজের লাশ উদ্ধার করে পুলিশ।
কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। তিনি ভিক্সেন মিডিয়া গ্রুপ ও ব্রাজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া কাইলি নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীও ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে হতবাক করে দিয়েছে তার পরিজন ও ভক্তদের।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে বাসভবন কাইলিকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। কাইলির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে জানা না গেলেও তদন্তকারীদের অনুমান— অতিরিক্ত মাদকসেবনের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ফেন্টানিলসহ অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। কোনো অপরাধমূলক ঘটনা তার সঙ্গে ঘটেনি বলেও জানিয়েছেন তদন্তকারীরা।
এদিকে কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্সসহ একাধিক পর্নো সংস্থা। ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, কাইলি তার হাসি ও দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.