ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার স্বামী রকিব সরকারের কেমিস্ট্রি চোখে পড়ার মতো। নায়িকার স্বামী পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
আসন্ন গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রকিব সরকার। এ উপলক্ষে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হচ্ছে। স্বামীর প্রচারণায় জীবনের প্রথম পোস্টার লাগালেন মাহি।
সোমবার (১০ অক্টোবর) রাত ১১টায় ফেসবুক লাইভে আসেন মাহি। সেখানে তাকে স্বামীর পোস্টার লাগাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, রকিব সরকার ভাইয়ের (বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী) পোস্টার লাগাই।
অন্যদিকে লাইভে রকিব সরকার বলেন, আগামী ২০ তারিখ (সম্ভাব্য) বাসন থানা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সেই সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সেজন্য আমার কিছু শুভাকাঙ্ক্ষী পোস্টার করেছে।
এরপর রাত ১১টা ৩৬ মিনিটে কয়েকটি স্টিল ছবি পোস্ট করেন মাহি। সেখানেও তাকে পোস্টার লাগানোর পোজে দেখা যাচ্ছে। ছবিতে তার সঙ্গী হয়েছেন স্বামী রকিব সরকার।
সেই পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন, রকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম।
প্রসঙ্গত, গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন নায়িকা। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর যত্নে দিন কাটছে তার।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.