পাকিস্তানের বিনোদনজগতের তারকা দম্পতি আইমান খান ও মুনিব বাটের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। ছোট্ট শিশুর নাম রাখা হয়েছে নাইমাল মুনিব। খুশির খবরটি নিজের ইন্সটাগ্রামে ভক্ত-সমর্থকদের জানিয়েছেন মুনিব।
আইমান-মুনিবের বড় দুই কন্যা আমাল ও মিরালের ভালোবাসার কথা জানিয়ে মুনিব লিখেছেন, ‘যখন তুমি আসলে, বিশ্বে জাদু নেমে আসল। তোর ছোট্ট হাত, মিস্টি হাসি এবং আরও যা কিছু সব আমাদের জন্য চিরস্থায়ী এক সম্পদ।’
পোস্টে মুনিব আরও লিখেছেন, তোমার বড় বোনেদের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি তোমার আগামী দিনগুলো ভালোবাসা, হাসি এবং আন্তরিকতায় ভরিয়ে দেব। তুমি আমাদের পরিবার সম্পূর্ণ করেছো এবং হৃদয় ভরে দিয়েছে। স্বাগতম ছোট বোন। তোমার প্রতি ভালোবাসা বাক্যে প্রকাশ সম্ভব নয়।
একই বার্তা আইমানের বোন মিনাল খানও তার ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। ভাগ্নিদের শুভকামনা জানিয়েছে মিনাল লিখেছেন, হৃদয় পূর্ণ হলো। আমাদের ভালোবাসা ও দোয়ায় স্বাগতম নাইমাল মুনিব।
পাকিস্তানের বিনোদন জগতের পরিচিত মুখ আইমান ও মুনিব। দুজনেই দর্শকপ্রিয় অনেক ড্রামা সিরিয়ালে একসঙ্গে ও আলাদাভাবে অভিনয় করেছেন। একটি টেলিফিল্ম শুটিং থেকে দুজনের পরিচয়। ২০১৮ সালের ২১ নভেম্বর করাচিতে তাদের বিয়ে হয়। দম্পতির প্রথম সন্তান আমাল আসে ২০১৯ সালে, ২০২৩ সালে মিরালের জন্ম হয়। এবার তাদের ঘরে আরও এক কন্যা সন্তান।