দীর্ঘদিন ধরে ‘মুক্তি’ সিনেমা মুক্তির অপেক্ষায় ছিলেন নায়িকা রাজ রিপা। কিন্তু আট বছরেও তার অভিনীত সিনেমাটি আলোর মুখ না দেখায় হতাশ হয়ে সামাজিক মাধ্যমে মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই পোস্ট শেয়ার করে রাজ রিপাকে নামাজ পড়ে আল্লাহর কাছে শান্তি চাওয়ার পরামর্শ দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে রিপার পোস্ট শেয়ার করে বর্ষা লিখেছেন, “স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবনযাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানো।”
অভিজ্ঞতা ভাগ করে বর্ষা লেখেন, “আমি ইচ্ছা করলে নিজেই সিনেমায় ইনভেস্ট করতে পারি, কিন্তু এসব আর ভালো লাগে না। ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের শক্ত, শত শত কমেন্টে যাদের কিছু আসে-যায় না, তারাই এই জীবনে ভালো থাকবে।”
নামাজ পড়ার পরামর্শ দিয়ে অনন্ত জলিলের স্ত্রী বর্ষা বলেন, “নামাজ পড়ে আল্লাহ পাককে বলো, তোমার মনে যেন শান্তি পায়। আমি নিজেও গিয়েছিলাম তোমার এই ‘মুক্তি’ সিনেমার মহরতে, অবাক হলাম এখনো শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবর কিংবা ডিসেম্বরে মহরত হয়েছিল।”
রিপাকে নতুন করে শুরু করার আহ্বান জানিয়ে বর্ষা লেখেন, “নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবনকে আবার ভাবতে শিখতে পারো। হেরে যাওয়া সমাধান নয়। দোয়া রইল তোমার জন্য। বয়স এখনো অনেক আছে, সামনে আরো সময় পড়ে আছে। নিজেকে নতুনভাবে সাজাও। তুমি বোকা নও, ব্যর্থও নও—ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি।”
অন্যদিকে, রাজ রিপা তার মূল পোস্টে জানান, তিনি আর সিনেমা করবেন না। পরিচালক ইফতেখার চৌধুরীর অবহেলা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তিনি লেখেন, “এই ইন্ডাস্ট্রি আমার মতো মানুষের জন্য না। দীর্ঘদিনের পরিশ্রম ও অপেক্ষার পরও আমি শুধু হতাশাই পেয়েছি।”