একটা সময় টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে প্রযোজক রাজ চক্রবর্তীর প্রেমের সম্পর্ক ছিল ‘ওপেন সিক্রেট’। ২০১৬ সালে আচমকাই ভেঙে যায় সেই বহুল চর্চিত প্রেম কাহিনি। এ নিয়ে টালিপাড়ায় কয়েক বছর আগে কম চর্চা হয়নি। কেন ভেঙেছিল রাজ-মিমির সেই প্রেম? তা আজও অজানা রয়েছে।
এরপর রাজ-শুভশ্রীর সম্পর্কের পানি অনেক দূর গড়িয়েছে। মিমির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৮ সালে পাকাপাকিভাবে শুভশ্রীর হাত ধরেন রাজ চক্রবর্তী। বউ-ছেলেকে নিয়ে এখন সুখী সংসার রাজের জীবন। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক পানি। কিন্তু অতীতে রাজকে নিয়ে টানাটানি ভুলে এখন মিমি-শুভশ্রীর গলাগলি চোখে পড়ার মতো।
টালিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী আর ‘রক্তবীজ ২’ নায়িকা আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সকাল একফ্রেমে ধরা দিলেন। সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সেখানেই বরের সাবেকের প্রশংসায় পঞ্চমুখ ইউভান-ইয়ালিনির মা।
এ মুহূর্তে টালিউড কাঁপাচ্ছেন শুভশ্রী আর মিমি চক্রবর্তী। তাদের শাসন যেমন জারি আছে, তেমনই পরস্পরের প্রশংসা করতেও কুণ্ঠাবোধ করেন না দুজনেই। রক্তবীজ ২-এ মিমির বিকিনি লুক দেখে আগেই প্রশংসা করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। এবার মিমির সামনেই বললেন—বলিউডের দীপিকা (পাড়ুকোন) থাকলে, আমাদের বাংলার আছে মিমি। এ কথা শুনেই আঙুর হাতে আনন্দে নেচে উঠেন মিমি। এরপর পালটা শুভশ্রীকে ‘লেডি সুপারস্টার’ তকমা দিয়ে চকাস করে চুমু খান নায়িকা।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন— কোলাব অব দি ইয়ার। আক্ষরিক অর্থেই এটা ২০২৫ সালের সেরা কোলাব বলাই যায়। কিন্তু প্রশ্ন হলো কী কারণে সকাল সকাল একসঙ্গে শুটিং সেটে দুই নায়িকা?
খবর ছড়িয়েছে, এক বিজ্ঞাপনী প্রচারের জন্য হাত মিলিয়েছেন তারা। ব্র্যান্ড এনডোর্সমেন্টের ক্ষেত্রে টালিউডে এখন মিমি-শুভশ্রীর চাহিদা তুঙ্গে। দীর্ঘ সময় ধরেই ক্যাপ্টেন টিএমটি বারের প্রচারের মুখ দুজনে। তবে এর আগে একফ্রেমে পাওয়া যায়নি তাদের। এক মিউজিক ভিডিওতে কাজ করলেও শুটিং সেরেছেন আলাদা। তবে এবার সব দূরত্ব ঘুচেছে। সংশ্লিষ্ট কোম্পানির জন্য দুর্গাপূজা স্পেশ্যাল শুট সারছেন দুই নায়িকা। সেই বিজ্ঞাপন থেকে চোখ ফেরানো বড় দায় হবে ভক্তদের জন্য।
উল্লেখ্য, পূজায় বড় চমক দিতে আসছে ‘রক্তবীজ ২’। আর এ সিনেমার ঝলকে নীল রঙের বিকিনিতে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী। হালকা মেকআপ, হাতে সোনালি ব্যান্ড, ভিজে খোলা চুলে লক্ষ পুরুষ হৃদয়ের ধুঁকপুকানি বাড়িয়েছেন বছর ৩৬-এর মিমি।
সামাজিক মাধ্যমজুড়েও মিমির বিকিনি লুক নিয়ে ব্যাপক চর্চা। কখনো একরাশ নীল জলে হাঁটু পর্যন্ত ডুবিয়ে আনমনা হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় নায়িকাকে, আবার কখনো সমুদ্রসৈকতে হাতে স্কার্ফ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মিমিকে। আবার কখনো স্কার্ফ হাতে বিকিনি পরে আনমনেই সমুদ্রের পাড় ধরে হেঁটে চলেন তিনি।
এই লুক নিয়ে আগে এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেছেন, কী অপূর্ব লাগছে ওকে, দারুণ হট। খুব ভালো লাগছে। অনেক পরিশ্রম করতে হয়। সত্যি ওকে কুর্নিশ জানাই। আর আমি দেখেছি যে, মিমি কাজের মধ্যেই থাকে। ও ভীষণভাবে স্বাস্থ্য সচেতন, ফিটনেস ফ্রিক। আর সেটা যাচ্ছে। সব থেকে ভালো লাগছে ও কঠোর পরিশ্রম করেছে। ও নিজের বডি বানিয়েছে। আর সেটাকে সম্মান দিয়ে যে ওর জন্য একটা গান বানানো হচ্ছে। সেটা আমার সত্যি খুব ভালো লাগছে।