এবার ব্যক্তি জীবন প্রকাশে আনতে চান অভিনেত্রী অপু বিশ্বাস। সোমবার কলকাতায় ইন্দো বাংলা প্রেসক্লাবের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে তিনি বলেন, ব্যক্তি জীবনটা আর লুকিয়ে নয়, সবাইকে জানিয়েই করবো। সম্প্রতি অপুর সাদা শাড়ি, মাথায় ও গালে সিঁদুর লাগানো ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
সম্প্রতি কলকাতায় পূজা উদযাপন করতে গিয়ে সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে নায়িকাকে। তারপর থেকে গুঞ্জন রটেছে, ফের বিয়ে করেছেন একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘অপু বিশ্বাসের নামের সঙ্গে যেহেতু অভিনেত্রী শব্দটা রয়েছে, তাই সেখানে স্বাধীনতা আছে। তাছাড়া ব্যক্তি জীবনটা এবার আর লুকিয়ে নয়, সবাইকেই জানিয়েই করবো।’
এর আগে এই ইস্যুতে অপু বিশ্বাস এক ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।’
সাকিব, বুবলি আর অপুকে নিয়ে কোন সিনেমা হলে তাতে অভিনয় করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিচালক বা প্রযোজকরা কি আদৌ তা চায়? তারা যদি মনে করেন যে চলচ্চিত্রের স্বার্থে এটা দরকার, তাদেরকে একসাথে নিয়ে অভিনয় ছবি করালে ভালো হবে সেক্ষেত্রে তারাই ডিসিশন মেকার।’
যদি সিনেমায় না আসতেন, তবে নৃত্যশিল্পী হিসেবে কিংবা আইনজীবী হিসেবে তার পরবর্তী ক্যারিয়ার করতেন বলেও জানান অপু। কারণ একদিকে ছোটবেলা থেকেই তিনি যখন নৃত্যশিল্পে পারদর্শী ছিলেন ঠিক তেমনি যুক্তি দিয়ে কথাও বলতে পারতেন।
শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ আসলে তিনি করবেন কিনা এই প্রশ্নের উত্তরে অপু জানান, ‘আমি একজন অভিনেত্রী। আমার কাজই অভিনয় করা। তাই গল্প বা চরিত্র পছন্দ হলে সেখানে না করার কোন প্রশ্নই ওঠে না।’ আগামী ভবিষ্যতে কলকাতায় শুটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.