বলিউড লাস্যময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ, পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন তিনি। শ্রীলংকায় জন্ম হলেও বলিউডে নিজের জাত চিনিয়েছেন। অভিনয় দিয়ে অনেক আগেই ভক্তদের মনে জায়গায় করেছেন নিয়েছেন তিনি
এবার অসুস্থ এক শিশুর প্রতি উদারতা দেখিয়ে প্রশংসায় ভাসছেন জ্যাকুলিন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হৃদয়স্পর্শী একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে বিরল রোগে আক্রান্ত এক শিশুর সঙ্গে সময় কাটাচ্ছেন জ্যাকুলিন। শিশু বাচ্চাটাকে আদরও করছেন। আদার স্নেহ দিয়ে দায় সারতে পারতেন তবে অভিনেত্রী তা করেননি। বরং তিনি জানিয়েছেন ওই শিশুর চিকিৎসার সম্পূর্ণ খবচ তিনি বহন করবেন।
হাইড্রোসেফালাস নামের এক বিরল রোগে আক্রান্ত ওই শিশু। মস্তিষ্কের ভেতরের চারটি প্রকোষ্ঠ অতিরিক্ত সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) জম হওয়াকে হাইড্রোসেফালাস বলে। যা মস্তিষ্কের চারটি প্রকোষ্ঠকে প্রসারিত করে।
ওই শিশুকে দেখত যাওয়ার সময় জ্যাকলিনের সঙ্গে ছিলেন সমাজসেবী হুসেইন মানসুরি। তিনি ভিডিওটি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন। ওই পোস্টের ক্যাপশনে মানসুরি লিখেছেন, শিশুটির অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদ জ্যাকলিন ফার্নান্দেজকে। আপনি সত্যিই একজন অসাধারণ ব্যক্তি। সবার কাছে অনুরোধ করি এই ছোট শিশুটির জন্য প্রার্থনা করুন।
জ্যাকলিনও প্রত্যুত্তরে লিখেছেন, ধন্যবাদ হুসেইন ভাই। আসুন আমরা সকলে মিলে মোহাম্মদ ও তার পরিবারের জন্য প্রার্থনা করি।
সামাজিকমাধ্যমে অনেকেই শিশুটির জন্য দোয়া করে লিখেছেন, শিশুটিকে শিগগিরই খেলতে, বসতে আর হাঁটতে দেখার অপেক্ষায় আছি। তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।
অন্য একজন লিখেছেন, চলুন সবাই মিলে শিশুটির জন্য প্রার্থনা করি। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন।