ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার নেটফ্লিক্স নতুন সিজন চলতি বছরের জুন মাস থেকে শুরু হয়েছে। এরপর থেকেই একের পর এক ফাঁড়া যাচ্ছে তার ওপর দিয়ে।
সম্প্রতি একদল দুষ্কৃতকারী কানাডায় তার ক্যাফেতে গুলি চালিয়ে ভাঙচুর করেছে। সেই দেশ থেকে কপিলকে ব্যবসা গোটানোর হুমকি দেওয়া হয়েছে। এবার আবার বিপদের মুখে এ কৌতুকশিল্পী। মুম্বাইয়েও শান্তি নেই তার। মুম্বাই নবনির্মাণ সেনার রোষানলের মুখে এ তারকা।
ওই সংগঠনের দাবি, কপিল তার শোয়ে মুম্বাইকে একাধিকবার ‘বম্বে’ অথবা ‘বোম্বাই’ বলে অভিহিত করেছেন। তাতেই ক্ষুব্ধ তারা। আবার যদি কপিল মুম্বাইয়ের নাম বিকৃত করেন, তাহলে তার শো বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা।
নবনির্মাণ সেনার দাবি— শহরের নাম মুম্বাই। সেই নামেই ডাকুন। এতে আপত্তি নেই। এটি ভেতরের ক্ষোভ থেকে বলছি। যদি আপনি বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাইয়ের ক্ষেত্রে সঠিক উচ্চারণ করতে পারেন, তাহলে মুম্বাই কেন নয়?
ওই সংগঠনটি আরও জানিয়েছে, যদি এটা কপিলের অজান্তে করা ভুল হয়, তবে তা যেন তিনি দ্রুত শুধরে নেন। নবনির্মাণ সেনার পক্ষ থেকে অময় খোপেকর বলেন, মুম্বাইয়ে এক বছর ধরে কাজ করছেন। এটা আপনার কর্মভূমি। এখানকার মানুষ এত ভালোবেসে আপনার অনুষ্ঠান দেখে। সেই শহরকে, সেখানকার মানুষকে অপমান করছেন। আপনাকে শেষবার বলছি— শুধরে যান কপিল শর্মা।
যদিও নবনির্মাণ সেনার হুমকির পরিপ্রেক্ষিতে কপিলের তরফ থেকে কোনো বিবৃতি মেলেনি।