অনুপ্রাণিত হওয়ার জন্য গল্প খুঁজছেন আলিয়া

আলিয়া ভাট এখন আর শুধু অভিনেত্রী নন। তিনি একজন প্রযোজকও। আলিয়া ভাট ২০২১ সালে ‘ইন্টারনাল সানশাইন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ নামে নিজস্ব প্রযোজনা সংস্থা গড়ে তোলেন। সেই ব্যানারের সিনেমা ‘ডার্লিংস’ মুক্তি পায় নেটফ্লিক্সে। বর্তমানে সঞ্চয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’–এর শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া। নানা ঘরানার সিনেমায় কাজ করার পরেও এই অভিনেত্রী মনে করেন, তার ঝুলিতে এমন কোনো সিনেমা নেই, যেটা তার মেয়ে রাহা দেখে খুশি হতে পারে।

এক ভিডিও সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘‘মানুষকে এমন কিছু করতে হবে, যা নিজেকেই অনুপ্রাণিত করে। আর সে কারণেই নতুন কিছু চেষ্টা করার তাড়া অনুভব করছি।’’

ধারণা করা হচ্ছে, শিগগিরই আলিয়া কমেডি ঘরানার সিনেমায় অভিনয় করবেন। যদিও গল্পকেই প্রাধান্য দিতে চান আলিয়া। আলিয়া বলেন, ‘‘আমি এমন এক গল্প খুঁজছি, যা আমাকে ভেতর থেকে নাড়া দেবে। সিনেমাটি হতে পারে হিন্দি বা ইংরেজি—ভাষা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আসল হলো গল্প।’’

উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’– সিনেমায় আলিয়ার সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল। স্বামী রণবীরের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। এর আগে ব্রহ্মাস্ত্র সিনেমাতে দুইজনকে দেখা গিয়েছিলো।