নেপালে রাজনৈতিক অস্থিরতা ও তরুণ বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন-পীড়নের প্রেক্ষাপটে ফের আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সম্প্রতি তিনি পুলিশি সহিংসতার বিরুদ্ধে সরব হওয়ার পর তার একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে নেপালকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে পুনঃপ্রতিষ্ঠার পক্ষে কথা বলতে দেখা যায়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে মনীষা নেপালের ধর্মনিরপেক্ষ পরিচয়ের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা একসময় হিন্দু রাষ্ট্র ছিলাম, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমাদের দেশে ধর্মের নামে কোনো যুদ্ধ বা হত্যাযজ্ঞ হয়নি। শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু রাষ্ট্র ছিলাম। অথচ কেন এটাকে সরিয়ে দেওয়া হলো? সবকিছু এমনভাবে সাজানো হলো যেন এটা একটা ষড়যন্ত্র। ঐক্যকে ভেঙে ফেলা হলো, রাজনীতিকেরা সরকার নামের কাঠামোকে নিজেদের স্বার্থে ব্যবহার করলেন।’
নেপালের বিরাটনগরের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া মনীষা এই মন্তব্য করেছিলেন ২০২২ সালের নভেম্বরে এক সাক্ষাৎকারে। সে সময় দেশটিতে সাধারণ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা চলছিল।
আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বরের নির্বাচনের আগে রেকর্ড করা সেই সাক্ষাৎকারের ভিডিও এখনকার সহিংস বিক্ষোভের পটভূমিতে আবার ভাইরাল হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.