খোলস বদলে একদম নতুনরূপে ফিরছেন নায়িকা মুনমুন। ইতিবাচক চরিত্র থেকে বেরিয়ে ধরা দিচ্ছেন নেতিবাচক চরিত্রে। নায়িকা থেকে তিনি এখন পুরোপুরি খল নায়িকা। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন চিত্রনায়িকা মুনমুন।
‘রাগী’ সিনেমায় মুনমুনকে দেখা যাবে ‘ভিলেন’ চরিত্রে। শুক্রবার (১৪ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। মোট ২৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘রাগী’। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান মিজান। সিনেমা হলে এসে দর্শকদের সিনেমাটি উপভোগ করতে আহ্বান জানান তিনি।
নির্মাতা বলেন, ‘দর্শকের উদ্দেশে এটাই বলার, তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন এবং ভালো-মন্দ প্রতিক্রিয়া জানান। আমি কী বানিয়েছি, এটা তারাই বিচার করবেন। সুতরাং তাদের ওপরই নির্ভর করছে আমাদের সিনেমার ভবিষ্যৎ।’
মুনমুন বলেন, ‘সিনেমার নায়ক আবীর আমাকে গল্পটা শুনিয়েছিল। গল্প শুনেই বলেছিলাম সিনেমাটা আমি করব। গতানুগতিক ধারার বাইরের চরিত্র পেয়েছি। সাধারণত দর্শক আমাকে নায়িকা চরিত্রে দেখেছে। এই প্রথম অন্যরকম একটা কাজ করলাম। আশা করি, দর্শক এন্টি-হিরো মুনমুনকে পছন্দ করবে।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.