কাজী মারুফ। দেশীয় চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কাজী হায়াতপুত্র সেখানে কী করছেন? এমন প্রশ্ন অনেকেরই রয়েছে। মারুফের কাছেও অনেকে জানতে চান, তিনি সেখানে কী করছেন।
তারকাদের মতে, সব প্রশ্নের উত্তর তো আর সব সময় দেওয়া যায় না।
তবে এবার জানালেন কাজী মারুফ আসলেই যুক্তরাষ্ট্রে কী করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই জানেন না আমি কী করি কোথায় থাকি?’ এই প্রশ্নের উত্তর দিয়ে মারুফ বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বসবাস করি। আমি সিনেমা করি নাকি সেটাও জানতে চেয়েছেন। ’
কোথায় বসবাস করেছেন এ প্রশ্নের সহজ উত্তর দিলেও, বর্তমানে কী করছেন তা সরাসরি বলেননি কাজী মারুফ। এ জন্য তিনি একটি লিংক সরবরাহ করে বলছেন, “নিচে যে লিংকটি দেওয়া আছে এই চ্যানেলে ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কেমন আছি এবং আমার একটি ছবি। যেটা এখনো হলে মুক্তি দেওয়া হয়নি। ‘ভ্রান্তি’, এই সিনেমাটা এখানে আছে। যারা দেখেননি দেখতে পারেন। ”
দেখা যায়, কাজী মারুফ ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবের একটি লিংক শেয়ার করেছেন। যেটা মারুফের ব্যক্তিগত চ্যানেল। ওই চ্যানেলে মারুফ মুক্তি না পাওয়া অসম্পূর্ণ একটি সিনেমা আপলোড করেছেন।
কাজী মারুফ কী করছেন, জানার জন্য চ্যানেলটি ঘেঁটে দেখা যায়, বেশ কয়েকটি ফেসবুক লাইভ রয়েছে সেখানে। লাইভে তিনি ব্যক্তিগত অনেক কথা বলেছেন, বলেছেন অপু বিশ্বাসের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে। এ ছাড়াও কিছু ভিডিও বাসায় বাচ্চাদের নিয়ে করা।
ইউটিউবের মাধ্যমে বোঝা যাচ্ছে কাজী মারুফ যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরি করেন, সেসবের ভিডিও রয়েছে। একটি ভিডিওতে বাবা কাজী হায়াতের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেছেন। এ ছাড়াও এক আড্ডায় জানালেন কিভাবে আমেরিকার গ্রিনকার্ড পেয়েছেন তিনি।