বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার এলাকায় একটি গাভী একই সাথে তিনটি ষাঁড় বাছুর জন্ম দিয়েছে। গাভী ও তিনটি বাছুর এখন সুস্থ রয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এমন ঘটনা খুবই অস্বাভাবিক ও বিরল। অবিশ্বাস্য হলেও এই ঘটনা সত্যি।
মঙ্গলবার বিকাল থেকেই আব্দুল মান্নানের গাভীটি অস্বাভাবিক আচরণ শুরু করে। তিনি বুঝতে পারেন যে, গাভীটির বাচ্চা দেওয়ার সময় হয়েছে। রাতে তিনি গোয়াল ঘরে অবস্থান করেন। এই অস্বাভাবিক ঘটনার কথা জানতে পেরে আব্দুল মান্নানের বাড়িতে গরুকে দেখতে উৎসুক মানুষ ভীড় করছেন। রাত ১ টার দিকে গাভীটি পর পর তিনটি বাচ্চা প্র’সব করে।
গরুর মালিক আব্দুল মান্নান বলেন, গাভীটি অস্বাভাবিক আচরণ দেখে বুঝতে পারি যে বাচ্চা দেওয়ার সময় হয়েছে। তাই আমি রাতে গোয়ালেই অবস্থান করি। রাত ১ টার দিকে গাভীটি প্রথম বাছুর প্রসব করে। ওই বাচ্চাটিকে পরিষ্কার করার সময় আরও একটি বাচ্চার জন্ম হয়। কি করবো বুঝতে পারছিলাম না। পরপর দুটি বাচ্চা জন্ম দিয়ে গাভীটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমিও কিছুটা ঘাবড়ে যাই।
তিনি আরও বলেন, পরপর দুটি বাচ্চা প্রসব করার পর গাভীটির মরণাপন্ন অবস্থা হয়েছিল। দেখে খুব কষ্ট লাগছিলো। তখনই আরেকটি বাছুরের জন্ম দেয়। এরপর গাভীটি নড়াচড়া দিয়ে ওঠে, তিনটি বাচ্চাকেই পরিষ্কারের জন্য ব্যস্ত হয়ে পড়ে।
গরুর মালিক আরও বলেন, গাভীটি তিনটি বাছুর জন্ম দেওয়ায় আমরা সবাই খুশি হই। বর্তমানে তিনটি বাছুর এবং গাভী সুস্থ রয়েছে। উপজেলার নলচিড়া এলাকার অস্ট্রেলিয়ান জাতের ষাঁড় দিয়ে গাভীর প্রজনন করানো হয়। তবে গাভীটি অন্তঃস্ব’ত্ত্বা হয়েছে তা তিনি বুঝতে পেরেছিলাম। এ খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকেই গ্রামবাসী এসে বাচ্চাগুলো দেখছেন। এভাবে আল্লাহ ৩টি বাছুর দিবেন তা তিনি কোনোভাবেই বুঝিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, তিন বাছুর দেওয়ার ঘটনাটি জেনেছি। এটা অস্বাভাবিক না হলেও এমনটা বিষয়গুলো সচরাচর হয় না। এআর তিনটি বাছুর একই সঙ্গে জন্ম দেওয়া, এটা একটা বিরল ঘটনা। কটি গাভী দুইটি বাছুর জন্ম দিয়েছে, এমন খবরই গত এক যুগেও পাইনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
